বগুড়ায় মুরগির ঘরের নিচ থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার
বগুড়ার গাবতলী উপজেলায় মুরগির খোয়ারের মাটি খুঁড়ে নিখোঁজ স্কুলছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৪ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ঈশ্বরপুর পুর্বপাড়ায় বসতবাড়ির মুরগির খোয়ার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্কুলছাত্র নাসিরুল ইসলাম নাসিম সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি পশ্চিমপাড়া এলাকার ওয়াজেল মণ্ডলের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি রাত থেকে নিখোঁজ ছিল নাসিম। থানায় জিডি হলে তার সন্ধানে মাঠে নামে পুলিশ। একপর্যায়ে নাসিমের দুঃসম্পর্কের এক আত্মীয় রফিকুলের ছেলেকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রফিকুলের বাড়ির মুরগি রাখার ঘরের মাটির নিচে পুঁতে রাখা নাসিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানান, মরদেহ উদ্ধারের সময় রফিকুলের বাড়ি তালাবদ্ধ ছিল এবং বাড়িতে কেউ ছিল না। তবে কি কারণে এ হত্যাকাণ্ড এবং আসামির পরিচয়সহ বিস্তারিত পরে জানানো হবে।