তথ্য ও প্রযুক্তিপ্রধান খবর
ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না
বাংলাদেশে ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা।
মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া নয়টার দিকে দেশের বিভিন্ন জায়গায় থেকে ফেসবুক ব্যবহারে সমস্যা হচ্ছে বলে অনেকে জানান।
প্রযুক্তি ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করেছে।
এক্সের ট্রেন্ডিং ফিডেও ফেসবুক সার্ভার ডাউনের বিষয়টি উঠে এসেছে।
ফেসবুকের পাশাপাশি মেটার আওতাধীন ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারও ব্যবহার করা যাচ্ছে না।
ব্যবহারকারীরা জানান, হঠাৎ করেই তাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায়। পরে তারা লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন।
মেটা কিংবা ফেসবুক তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছুই জানায়নি।