প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
বগুড়ার সদর উপজেলার ভবের বাজারে ট্রাকের ধাক্কায় আহম্মেদ আলী (৫৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সদর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত আহম্মেদ আলী বগুড়া সদর উপজেলার গাজী পালশা এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।
জানা গেছে, দুপুর ১টার দিকে আলী তার অটোরিকশাটি নিয়ে উপশহরের তিনমাথা এলাকা থেকে চারমাথা দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তার অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।