খেলাধুলাফুটবল

‘ইনশাআল্লাহ’ লিখে রোনালদোর পোস্ট

ইউরোপিয়ান ফুটবল ছেড়ে গত বছরের জানুয়ারিতে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর বিভিন্ন সময় ইসলাম ধর্মের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়ে প্রশংসা কুড়িয়েছেন এই পর্তুগিজ ফরওয়ার্ড।

এবার ইনশাআল্লাহ লিখে আলোচনায় এসেছেন রোনালদো। নিজেদের সবশেষ দুই ম্যাচে হেরে গেছে আল নাসের। গত ৪ মার্চ এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আল আইনের কাছে ১-০ গোলে হেরে যায় রিয়াদের প্রতিনিধিরা।

এরপর ৭ মার্চ সৌদি প্রো লিগে আল রায়েদের কাছে ৩-১ গোলের পরাজয় বরণ করে আল নাসের। টানা দুই ম্যাচ হারার পর আজ ফের মাঠে নামবে দলটি। এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে তাদের প্রতিপক্ষ আল আইন।

আল নাসেরের মাঠ আল আউয়াল পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। শেষ চারে যেতে চাইলে আসন্ন ম্যাচে জিততেই হবে স্বাগতিকদের। সেই সঙ্গে গোলের হিসেবটিও মাথায় রাখতে হবে। প্রথম লেগে পিছিয়ে পড়ায় নূন্যতম দুই গোলের ব্যবধানে জিততে হবে তাদের।

বাঁচা মরার ম্যাচটিতে ঘুরে দাঁড়াতে মরিয়া আল নাসের। এমন বার্তায় দিয়েছেন রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি হাস্যেজ্জল ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা ঘুরে দাঁড়াতে প্রস্তুত ইনশাআল্লাহ।

এই বিভাগের অন্য খবর

Back to top button