জাতীয়প্রধান খবর

জলদস্যুদের কবলে পড়া জাহাজের সঙ্গে ৩য় পক্ষের মাধ্যমে যোগাযোগের চেষ্টা চলছে

একদিনের বেশি সময় পার হলেও সোমালিয়ার জলদস্যুদের কবলে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র সাথে আনুষ্ঠানিক কোনো যোগাযোগ করতে পারেনি সরকার।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এরইমধ্যে অপহরণকারীরা যে মুক্তিপণ চেয়েছে, তা নিয়ে ঢাকার অবস্থান জনসম্মুখে বলতে চাননি পররাষ্ট্রমন্ত্রী। বললেন, গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সমন্বয় করে এ নিয়ে কাজ চলছে। নাবিকদের ফিরিয়ে আনতে সর্বাত্মক কাজ করছে সরকার।

এর আগে, নারী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে নারীর ক্ষমতায়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন ড. হাছান মাহমুদ।

এই বিভাগের অন্য খবর

Back to top button