কাহালু উপজেলাপ্রধান খবর

বগুড়ায় পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বগুড়ার কাহালুতে পুকুর থেকে মোস্তফা সরকার (৭০) নামের এক বৃদ্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ডুবুরী দল ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।

জানা যায়, বড়মহর উচ্চ বিদ্যালয়ের পিছনে পুকুরে বুধবার সন্ধ্যায় মাছ ধরতে গিয়ে আর ফেরেননি ওই বৃদ্ধ। তখন তাকে খুঁজতে বেড়িয়ে পড়েন স্বজনরা। পুকুর পাড়ে তার পায়ের জুতা দেখে অনুমান করা হয় সে পানিতে ডুবে গেছে।


ঘটনার রাতে কাহালুর ফায়ার সার্ভিসের লোকজন কয়েক ঘন্টা চেষ্টা করে তার মরদেহ উদ্ধার করতে পারেনি।

বৃহস্পতিবার রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল বৃদ্ধ মোস্তফার মরদেহ ওই পুকুর থেকে উদ্ধার করে।

এই বিভাগের অন্য খবর

Back to top button