সারাদেশ

ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ৫ টাকায় মই দিয়ে মহাসড়ক পার হচ্ছেন যাত্রীরা

দূরপাল্লার যানবাহনগুলো যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য মহাসড়কে উঁচু ডিভাইডার ব্যবহার করা হয়। ফলে পথচারীরা চাইলেও মহাসড়ক পায়ে হেঁটে পার হতে পারেন না। অবশ্য এজন্যনির্দিষ্ট দূরত্ব পরপর ফুটওভার ব্রিজ দেয়া হয়। কিন্তু তবুও অলসতার বশে সেই ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ঝুঁকি নিয়েই ডিভাইডার টপকে ব্যস্ত মহাসড়ক পার হন অনেকেই।

তবে সেই কাজকে আরও সহজ করতে মাত্র ৫ টাকার বিনিময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মই দিয়ে ডিভাইডার পার হচ্ছেন যাত্রীরা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডিভাইডার পার হওয়ার এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

রবিবার (১৭ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের সড়ক ও জনপথ অধিদপ্তর অফিসের সামনে এমন ঘটনা ঘটে।

যত্রতত্র রাস্তা পারাপার বন্ধ করতে ও দূরপাল্লার যানবাহনগুলো সরাসরি যাতে ঢাকায় যেতে পারে সেজন্য চার লেনের ঢাকামুখী সড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ থেকে কুয়েতপ্লাজা এলাকা পর্যন্ত উঁচু ডিভাইডার দিয়ে দুই লেন বিভক্ত করে দেওয়া হয় গত বছরের মাঝামাঝি সময়ে। এতদিন দূরপাল্লার লেন থেকে আঞ্চলিক লেনে যাত্রীদের চলাচলের জন্য সওজ কার্যালয়ের সামনে একটি গেট খোলা রাখা হলেও বিগত দুই মাস আগে তা বন্ধ করে রেখেছে সওজ কর্তৃপক্ষ।

এর ফলে গত দুইমাস ধরেই যাত্রীরা এভাবেই ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। এই সুযোগে এমন পন্থায় যাত্রী পারাপার করে বিনিময়ে যাত্রীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, এভাবে রাস্তা পারাপার সম্পূর্ণ বেআইনি। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। ঝুঁকিপূর্ণ এই কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: প্রতিদিনের সংবাদ

এই বিভাগের অন্য খবর

Back to top button