নির্বাচন

১৫২ উপজেলায় ভোট ৮ মে

প্রথম ধাপে ১৫২ উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। এর মধ্যে ২২ উপজেলায় ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। আর বাকিগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে।  

বৃহস্পতিবার (২১ মার্চ) নির্বাচন কমিশনের ২৯-তম সভা শেষে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

তিনি বলেন, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। ভোট হবে ৮ মে। 

মোট চার ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের পরবর্তী তিন ধাপের ভোট ২৩ ও ২৯ জুন অনুষ্ঠিত হবে। দেশে মোট উপজেলার সংখ্যা ৪৯৫টি।

এর আগে ৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের পক্ষে  সংবাদ সম্মেলন করে  কোন ধাপে কবে উপজেলা পরিষদের  নির্বাচন হবে তা জানানো হয়। ওই সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, উপজেলা পরিষদের ষষ্ঠ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে চার ধাপে। প্রথম ধাপের ভোট হবে ৪ মে, দ্বিতীয় ধাপের ভোট হবে ১১ মে, ১৮ মে হবে তৃতীয় ধাপের ভোট এবং সর্বশেষ ২৫ মে হবে চতুর্থ ধাপের ভোট। কিন্তু  নির্বাচন কমিশনের গতকালের  সভায় আগের সিদ্ধান্তের কিছুটা পরিবর্তন হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button