আবারও ঝড়-বৃষ্টির আভাস
![](https://boguralive.com/wp-content/uploads/2024/03/IMG_20220613_141410-1-scaled.jpg)
আবারও ঝোড়ো হাওয়ার সঙ্গে দেশের বিভিন্ন এলকায় বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর। তবে বৃদ্ধি পেতে পারে দিন ও রাতের তাপমাত্রা।
শনিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পূর্বাভাসে দেওয়া বার্তা অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় দেশের সব বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঝোড়ো বা দমকা হাওয়া বইতে পারে।
তবে এ সময় রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতিতে বলা হয়েছে, এ সময়ে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার মংলা এবং চট্টগ্রামের টেকনাফে। এই দুই জায়গায় ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। সর্বনিম্ন ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছীতে।