প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় আগুনে পুড়লো কোটি টাকার ফল

বগুড়ায় বিআরটিসি মার্কেট সংলগ্ন ফল মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় নগদ টাকাসহ আনুমানিক প্রায় এক কোটি টাকার ফলমূল পুড়ে গেছে।

শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে হঠাৎ করে একসাথে বারোটি ফলের দোকানে আগুন ধরে। পুড়ে ছাই হয়ে যায় দোকানে থাকা নগদ টাকা, খেজুর, কমলা, আপেল, মাল্টাসহ বিভিন্ন ফল

ফল মার্কেটে পাশাপাশি অবস্থিত এমন ১০ টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী ধারণা, সবগুলো দোকান মিলে ব্যবসায়ীদের ক্ষতি প্রায় ১ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

ফল ব্যবসায়ী একজন বলছিলেন, তিনি রাতে দোকান বন্ধ করে বাসয় যাবার ঘণ্টা খানেক পর আগুনের খবর পান। তিনি আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। রমজান উপলক্ষে কেনা কয়েক লাখ টাকার খেজুর, অন্যান্য ফলের সাথে দোকানে রাখা নগদ সাড়ে ৩ লাখ টাকাসহ তার ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

পাশের দোকানের ফল ব্যবসায়ী বলেন, তারো নগদ প্রায় ৪ লাখ টাকাসহ অন্তত ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

খবর পেয়ে রাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডের সূত্রপাত বৈদুতিক শট সার্কিট না কি অন্য কোনো উৎস থেকে তা এখনও নিশ্চিত নয় ফায়ার সার্ভিস।

এই বিভাগের অন্য খবর

Back to top button