ক্রিকেটখেলাধুলা

আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো হায়দরাবাদ

আইপিএলে এসেই ট্রাভিস হেড শুরু করলেন মুম্বা্ই বোলারদের তুলোধুনো করা। সেই তালে তাল মেলালেন অভিষেক শর্মা ও এইডেন মার্করাম। আর হেইনরিখ ক্লাসেনতো আরেক কাঠি সরেস। তাদের বিস্ফোরক ব্যাটিংয়ে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহের কীর্তি গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

২০ ওভার শেষে স্কোরবোর্ডে হায়দরাবাদের রান ৩ উইকেটে ২৭৭। এর আগে সর্বোচ্চ ছিল ৫ উইকেটে ২৬৩। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে যা করেছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

৪৫ রানে উদ্বোধনী জুটি ভাঙলেও ২৪ বলে ৬২ রানের ইনিংস খেলেন ট্রাভিস হেড। ১৮ বলে সানরাইজার্স হায়দরাবাদের দ্রুততম ফিফটি করেও টিকিয়ে রাখতে পারেননি। তিনে নামা অভিষেক শর্মা ১৬ বলে ফিফটি করে হেডের মুকুট নিজের মাথায় চাপিয়ে নেন। ২৩ বলে ২৭৩ স্ট্রাইক রেটে ৬৩ রান করেন অভিষেক।

২৮ বলে ৪২ রানে অপরাজিত থাকেন এইডেন মার্করাম। আর ৪ চার ও ৭ ছয়ে ৩৪ বলে অপরাজিত ৮০ রান করেন হেইনরিখ ক্লাসেন।

আইপিএল অভিষেকের দিন ১৭ বছরের কেওয়েনা মাফাকা ৪ ওভারে বিনা উইকেটে ৬৬ রান হজম করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button