আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১টায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলার সান্তাহার পৌর শহরের কোমল দোগাছী এলাকায় নিলুফা ইয়াসমিন রাইচমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বপন হোসেন বাবু (৩৫) উক্ত এলাকার বাছের আলী মন্ডল বাচ্চুর ছেলে।

জানা গেছে, নিহতের বাবা বাছের আলীর কাছ থেকে টাকা নিয়ে দুপুরে বাড়ি ফিরছিলেন বাবু। এ সময় নওগাঁ থেকে বগুড়াগামী অজ্ঞাত একটি ট্রাক বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হন বাবু। স্থানীয়রা আদমদীঘি ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা দ্রুত এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button