বগুড়ায় জুয়ার আসর থেকে ৩ জুয়াড়ি আটক
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে তাস নামক জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (৩১ মার্চ) রাত ১২ টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের শ্মশানঘাট এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।
আটককৃত জুয়াড়িরা হলেন, মথুরাপুর গ্রামের শ্রী লক্ষণ চন্দ্র সাহার ছেলে শ্রী তন্ময় সাহা (৩০), মৃত দেলোয়ার হোসেনের ছেলে মহিদুল (৪০) ও একই ইউনিয়নের উলিপুর গ্রামের মৃত তারাপদ হাওলাদারের ছেলে প্রেম ভেতর হাওলাদার (৪২)।
থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই অমিত বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ মথুরাপুর শ্মশানঘাট দহের পূর্ব পাড়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে তিন বান্ডিল তাস ও দেড় হাজার টাকা জব্দ করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়ারীদের আটক করে রবিবার আদালতে পাঠানো হয়েছে।