বিএনপিরাজনীতি

খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়ছেন: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়ছেন। তার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে উঠেন। ’

রবিবার রাজধানীর লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, ‘জিয়াউর রহমানের বিষয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তা প্রচার করতে হবে আমাদের। ’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে দেশে উন্নয়নের গান গায় সরকার।এই উন্নয়ন জিয়াউর রহমান শুরু করেছিলেন। তিনি তো স্বল্প সময়ে বিপ্লব ঘটিয়েছিলেন। ’

এই বিভাগের অন্য খবর

Back to top button