বগুড়ার ঠেঙ্গামারায় সুপার মার্কেটে আগুন, পুড়লো ৬ দোকান
বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ঘটনায় ছয়টি দোকান পুড়ে অন্তত ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার সকাল সাড়ে ১১ টায় ঠেঙ্গামারা টিএমএসএস হাসপাতালের সামনে ‘টিএনসি নিউ সুপার মার্কেটে এ আগুনের ঘটনা ঘটে।
জানা যায়, মার্কেটটিতে সালমা হোটেল এন্ড রেস্টুরেন্টে রান্না করার সময় চুলা থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও দোকানের লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে পাশের ৫টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
এ ঘটনার সঙ্গে সঙ্গে টিএমএসএস এর সকল বিভগের কর্মকর্তারা টিএমএসএসের পানিবাহী গাড়ী থেকে পানি সরবরাহ করে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে বগুড়া সদর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
এদিকে বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জানান, বগুড়া সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় তার আগেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। হোটেলের রান্নার চুলার আগুন থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।