খেলাধুলাফুটবল

বার্সেলোনায় মেসির ১০ নম্বর জার্সি চান ইয়ামাল

লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর তার আইকনিক ১০ নম্বর জার্সিটি পেয়েছিলেন আনসু ফাতি। এখন ধারে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে খেলছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। ফাতি বার্সায় ফিরলে হয়তো ১০ নম্বর জার্সি তারই থাকবে। এমনও হতে পারে আগামী মৌসুমে নতুন করে কাউকে দেওয়া হবে ১০ নম্বর জার্সি।

এদিকে ধারেই বার্সায় খেলা জোয়াও ফেলিক্স দুদিন আগে মন্তব্য করে বলেছেন, বার্নার্দো সিলভা বার্সায় এলে তিনি হয়তো ১০ নম্বর জার্সি পরবেন।

এবার জানা গেল বার্সেলোনার ১০ নম্বর জার্সি নিয়ে তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামালের আগ্রহের কথা।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘১০ নম্বর জার্সিটা আনসুর। যদি সে এখানে না থাকে, ১০ নম্বর জার্সি পরা হবে গর্বের। যে কোনো তরুণের এই জার্সি পরার স্বপ্ন থাকে। কেউ হয়তো এই জার্সির প্রশ্নে না বলবে না। তবে সিদ্ধান্তটা ম্যানেজমেন্টকে নিতে হবে।’

বর্তমানে বার্সেলোনায় ২১ নম্বর জার্সি পরে খেলেন ইয়ামাল। বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা ইয়ামালকে দেখা হচ্ছে দলটির ভবিষ্যৎ হিসেবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button