প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় করতোয়া নদীতে মিললো বস্তাভর্তি ধারাল অস্ত্র

বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে মাছ ধরার সময় বস্তাভর্তি দেশে তৈরি ৩৫টি ধারাল অস্ত্র পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুর ১২টায় শহরের উত্তর সাহাপাড়া মহল্লায় করোতোয়া নদী থেকে এসব উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া এসব অস্ত্রের মধ্যে আছে দুটি চায়নিজ কুড়াল, দুটি বার্মিজ চাকু, চারটি মাঝারি ধারাল ছোরা, একটি চাপাতিসহ দেশীয় ছোট–বড় ২৬টি চাকু।

জানা যায়, চার থেকে পাঁচজন কিশোর উত্তর সাহাপাড়া মহল্লার কালীতলার পূর্ব পাশে করতোয়া নদীতে মাছ ধরতে নামে। এ সময় তারা একটি প্লাস্টিকের বস্তা দেখতে পেয়ে
নদীর কিনারে তুলে বস্তার বাঁধা মুখ খুললে ভেতরে দেশীয় ধারাল অস্ত্রগুলো পাওয়া যায়। পরে ঘটনাস্থলে পুলিশ এলে তাদের কাছে এসব হস্তান্তর করা হয়।

ধারাল অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হিসেবে দেখিয়েছে পুলিশ। এখন এগুলো পুলিশি হেফাজতে আছে।

এ নিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, কোনো অপরাধী চক্রের সদস্যরা এসব ধারাল অস্ত্র করতোয়া নদীতে লুকিয়ে রাখতে পারে। কারা এই দেশীয় অস্ত্রের বস্তা নদীর মধ্যে লুকিয়ে রাখতে পারে, তা নিয়ে পুলিশ কাজ করছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button