কাহালু উপজেলাপ্রধান খবর
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মাদ্রাসার কেরানি নিহত
বগুড়ার কাহালুতে ট্রেনে কাটা পড়ে আবু মুসা (৪৫) নামে এক মাদ্রাসার কেরানি নিহত হয়েছেন।
নিহত আবু মুসা কাহালুর মালঞ্চ হাটুরপাড়া এলাকার মইন উদ্দিনের ছেলে। তিনি কাহালুর দূর্গাপুর এনায়েতুল্লাহ মাদ্রাসার কেরানী পদে কর্মরত ছিলেন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কাহালু পৌরসভার উলট্ট পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান , সান্তাহার থেকে ছেড়ে আসা বগুড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস যখন উলট্ট পার হচ্ছিলেন তখন মুসা ট্রেনের সামনে মাথা এগিয়ে গেলে ঘটনাস্থলেই তার দেহের বিভিন্ন অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়৷
আমরা প্রাথমিকভাবে জেনেছি মুসা পেশাগত কারণে মানসিক চাপে ছিলেন। সেই চাপেই হয়তো আত্মহত্যা করে থাকতে পারে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ আইনগত পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি।