সারাদেশ
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট
বঙ্গবন্ধু সেতুর ওপর একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৪ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে এলেঙ্গা পর্যন্ত থেমে থেমে যানজট হয়। এতে ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চালকরা বিপাকে পড়েছেন।
পুলিশ জানায়, সোমবার রাত ১০টার পর সেতুর ওপর বাস, ট্রাক ও প্রাইভেটকারসহ ১২টি গাড়ি বিকল হয়। পরে সেগুলো তাৎক্ষণিক অপসারণ করা হয়।
এদিকে, বাস না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিকআপ ও বাসের ছাদে করে পরিবারের সঙ্গে ঈদ করতে গন্তব্যে যাচ্ছে মানুষ।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, সেতুতে গাড়ি বিকল হওয়ায় সেতু সড়কে যানবাহনের চাপ বেড়েছে। যানজট নিরসনে পুলিশের একাধিক টিম কাজ করছে।