আবহাওয়াপ্রধান খবর

তাপমাত্রা আরও বাড়তে পারে

সারা দেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, বর্ধিত পাঁচ দিনে আরও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে আজ মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৯.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায় ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

এই বিভাগের অন্য খবর

Back to top button