বগুড়ায় প্রাইভেট কার-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী নিহত
বগুড়ার শিবগঞ্জে সিএনজি-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে জাহানারা(৫০) নামের এক সিএনজি যাত্রী নিহত এবং গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন।
রবিবার বেলা ১১টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কে রহবল দ্বো-সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহানারা বেগম (৫০) গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিম কচুয়া অনন্তপুরের আলিম উদ্দিনের স্ত্রী।
জানা যায়, পুলিশের চেক পোস্ট দেখে গোবিন্দগঞ্জ থেকে আসা একটি সিএনজি না থামিয়ে দ্রুত মোড় ঘুড়িয়ে পিছনে যাওয়ার সময় পিছন থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী জাহানারা বেগম মারা যান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শিবগঞ্জ উপজেলার রহবল দ্বো-সীমানা এলাকায় চেক পোস্ট পরিচালনা করা হয়েছিলো। কিন্তু সিএনজিকে কোনো প্রকার ধাওয়া করা হয়নি। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও সিএনজি পুলিশ হেফাজতে আছে।