প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় বাড়ির উঠানে গাঁজা চাষ, গ্রেপ্তার এক

বগুড়ার শেরপুরে বাড়ির উঠানে চাষ করা ত্রিশটি গাঁজার গাছসহ বনি আলম (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭এপ্রিল) দুপুরের দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের নিজে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বনি আলম ওই গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

জানা যায়, মনছের আলী মারা যাওয়ার পর পরিবারের বেশিরভাগ সদস্যরা সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় চলে যান। কেবল বনি আলম ও তার স্ত্রী বাড়িটিতে থাকতেন। কিন্তু মাস ছয়েক আগে বনি আলমের স্ত্রী তাকে ছেড়ে চয়ে যান। এরপর থেকে ওই বাড়িটিতে একাই থাকতেন। আশপাশের লোকজনও তেমন যান না। আর এই সুযোগে বাড়ির উঠানে গাঁজার চাষ করেন তিনি। সেখানে ছোট-বড় মিলে প্রায় ত্রিশটি গাঁজা ছিল। বড় গাছগুলো প্রায় সাড়ে চার ফুট লম্বা হয়। একপর্যায়ে পুলিশ জানতে পেরে সেখানে অভিযান চালায়।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জানান, গাঁজার গাছসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বনি আলম গাঁজার চাষ করার কথা স্বীকার করেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button