বগুড়ায় সড়ক দূর্ঘটনায় উপ-সচিবের পিতা নিহত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় আহত উপ সচিবের পিতা নজর উদ্দিন(৭৫) মারা গেছেন।
২০ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এর আগে, শেরপুর ধুনটমোড় এলাকায় ১৯ এপ্রিল শুক্রবার ভোর ৫টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের ছোট ফুলবাড়ী গ্রামের রোকনুল হাসানের (বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত উপ-সচিব) পিতা নজর আলী ১৯ এপ্রিল ভোরে শেরপুর শহরের নিজ বাসা হতে ধুনটমোড় বাইতুন নূর জামে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে মহাসড়ক পার হচ্ছিল। এসময় ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২০ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরে তার মরদেহ নিজ গ্রামের বাড়ীতে নিয়ে আসে তার স্বজনেরা।
এসময় শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী ও থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম নিহতের বাড়ীতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।