সারাদেশ
বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে

তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নাটরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামে সনাতন ধর্মাবলম্বীর লোকজন ব্যাঙের এ বিয়ের আয়োজন করেন।
আয়োজকেরা সাংবাদিকদের জানান, তীব্র গরমে মানুষের নাভিশ্বাস অবস্থা। টিউবওয়েলে পানি উঠছে না, চাষাবাদের জন্যও পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে আম ও লিচুর গুটি ঝরে পড়ছে। অতিরিক্ত সেচের কারণে ফসলের উৎপাদন ব্যয় বাড়ছে।
এ কারণে যাতে বৃষ্টি হয়, সে জন্য ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়।