বগুড়ায় বিস্ফোরণের ঘটনায় একজনের নাম উল্লেখ করে মামলা
বগুড়া শহরের মালতিনগরের একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় একজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।
সোমবার বিকেলে সদর থানায় মামলা করা হয়েছে অসংখ্য অজ্ঞাত আসামীকে।
বিস্ফোরণ আইনে করা মামলার বাদী হয়েছেন বগুড়া সদরের বনানী ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম।
এ মামলায় রেজাউল করিম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিস্ফোরণ হওয়া বাড়ির মালিক।
মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়েছে, একটি বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। এরপর ঘটনাস্থলে গিয়ে পুলিশ সেখান থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। একই সাথে বিস্ফোরিত বাড়ি থেকে বিস্ফোরক দ্রব্যের কিছু আলামত পান।
ঘটনার পর থেকে রেজাউলের মা রেজিয়া বেগম ও ভাই রাশেদুল ইসলাম পলাতক রয়েছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, এ মামলায় রেজাউলকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এদিকে সোমবার রাতে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটের আট সদস্যদের একটি টিম এসে ঘটনাস্থল থেকে বিস্ফোরক আলামত সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, বিস্ফোরণে বসতবাড়ির টিনের ছাউনি উড়ে গেছে। ধসে গেছে বাড়ির সামনের দুটি ঘরের ইটের দেয়াল। বাড়িতে তিনটি গ্যাস সিলিন্ডার থাকলে তা বিস্ফোরণ হয়নি। তবে ওই বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। কিন্তু বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত করতে পারেনি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।