বিএনপিরাজনীতি

স্ত্রীকে সঙ্গে নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন মির্জা ফখরুল

এবার স্ত্রীকে সঙ্গে নিয়ে পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল বৃহস্পতিবার ২ মে তার সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আগামী ২ মে ওমরাহ হজ পালন করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।

এদিকে গত ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে সহিংসতাকে কেন্দ্র করে ৭৭ বছর বয়সী মির্জা ফখরুলকে গ্রেফতার করে পুলিশ। প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে বেরিয়ে আসেন তিনি।

এরপর ৪ মার্চ চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। ২৩ মার্চ তারা দেশে ফেরেন। 

এই বিভাগের অন্য খবর

Back to top button