বগুড়ায় জমি নিয়ে বিরোধ, বৃদ্ধা নিহত

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে পরিবারের সদস্যদের মারপিটে ফিরোজা (৬০) নামের বৃদ্ধা নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২ মে) সকাল ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ফিরোজা শিবগঞ্জ পৌর এলাকার আচঁলাই (দাড়ারপাড়) মহল্লার তাজুল ইসলামের স্ত্রী।
এ ঘটনায় নিহতের স্বামী তাজুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নামে মামলা করেছেন।
শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ জানান, তাজুল ইসলামের সঙ্গে তার ভাই ভাতিজাদের জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাজুল ইসলামের স্ত্রী ছেলে ও আরেক ভাতিজা অটোরিকশাযোগে রাঙামাটি গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চক ভোলাখাঁ এলাকায় অপর ভাই ও ভাতিজারা অটোরিকশা থামিয়ে তাদেরকে মারপিট করে। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে ফিরোজা মারা যান।
পুলিশ আরো জানান, অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।