আন্তর্জাতিক খবর

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয়। খবর আল আরাবিয়ার।

তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলের সঙ্গে সব ধরনের রপ্তানি ও আমদানি লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে।’ এতে আরও বলা হয়েছে, যতদিন না পর্যন্ত গাজায় নিরবিচ্ছিন্ন ও পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা না করবে ততদিন তাদের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। 

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে এক্সে একটি পোস্ট করেছেন। এতে তিনি অভিযোগ করেছেন, বন্দর দিয়ে ইসরায়েলি পন্য আমদানি ও রপ্তানি বন্ধ করে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বাণিজ্যিক চুক্তি ভঙ্গ করছেন।

তিনি এক্সে লিখেছেন, ‘স্বৈরশাসক এমন ব্যবহার করে থাকে। তুরস্কের মানুষ ও বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকে উপেক্ষা করেছেন তিনি।’

গতকাল বুধবার লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button