আজ অনলাইনে রোমান্স করার দিন
প্রতিবছর ১৪ মে দিন বিশ্বের নানা স্থানে পালিত হয় অনলাইন রোমান্স ডে। অতীতের রোমান্সের সঙ্গে বর্তমানের রোমান্সের মধ্যে অনেকটাই পার্থক্য আছে।
যদিও অনলাইনের এই যুগ রোমান্সকে করেছে সহজ, তবে সেই আবেগ কতটা আছে তা নির্ণয় করা কঠিন। বিগত কয়েক দশক থেকেই অনলাইনে জনপ্রিয়তা পেয়েছে নানা ধরনের ডেটিং অ্যাপ।
এসব অ্যাপে ঢুকে সহজেই মানুষ চাইলে এক স্থান থেকে অন্য দেশে যোগাযোগ স্থাপন করতে পারে বা ডেটিং করতে পারে। ১৯৬৫ সালে ম্যাচ ডটকম সর্বপ্রথম অনলাইনে ডেটিং বা রোমান্স চালু করে।
২০০৭ সালের দিকে অনলাইন ডেটিং ছিল দ্বিতীয় জনপ্রিয় অনলাইন পেইড পরিষেবা। এভাবেই সারাবিশ্বে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে অনলাইন ডেটিং।
বর্তমানে শুধূ সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, বিভিন্ন ডেটিং অ্যাপগুলোতে নারী-পুরুষ রোমান্স করতে পারেন তাদের পছন্দ অনুযায়ী।
চ্যাট রুম ও মেইলিং তালিকার আগের ফর্ম থেকে শুরু করে আধুনিক ডেটিং সাইট যেমন- বাবল, টিন্ডার, ওকেকিউপিড ইত্যিাদি এখন অনলাইন ডেটিং দ্রুত মূলধারার অংশ হয়ে উঠছে। সূত্র: জাগো নিউজ ২৪