বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচে পাওয়া চোটে শঙ্কায় ফেলে দিয়েছিলেন তাসকিন আহমেদ। তাতে তার বিশ্বকাপে খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে সেই শঙ্কা রেখেই তাকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশ দল। সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি যাচ্ছেন নাজমুল হোসেন শান্তর সহ-অধিনায়ক হয়ে।
আজ দুপুর দেড়টায় বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেন।
এসময় তিনি জানান, নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কের দায়িত্ব পালন করবেন। তার সহ-অধিনায়ক হিসেবে থাকছেন তাসকিন আহমেদ।
বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
ট্রাভেল রিজার্ভ
আফিফ হোসেন ও হাসান মাহমুদ।