কাহালু উপজেলাপ্রধান খবর

বগুড়ায় ষ্টোরে প্রায় ৫ লাখ ডিম মজুদ

বগুড়ার কাহালু উপজেলার মুরইল আফরিন ক্লোল্ড স্টোরে ৪ লাখ ৮৮ হাজার ৩৮৮টি ডিম মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

বুধবার বিকেলে কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও  এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. মেরিনা আফরোজ এঁর নেতৃত্বে মুরইল মুনসুর কোল্ড স্টোর ও আফরিন ক্লোল্ড স্টোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। 

এসময় উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মো. মাহবুব হাসান চৌধুরীসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই দুটি কোল্ড স্টোরের মধ্যে আফরিন ক্লোল্ড স্টোরে ৪ লাখ ৮৮ হাজার ৩৮৮টি মুরগির ডিম অবৈধভাবে মজুদ রাখার অপরাধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে কোল্ড স্টোর কতৃপক্ষের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

সেই সাথে মজুদকৃত ডিমগুলো সাতদিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দিয়ে সতর্ক করা হয় কেউ অবৈধভাবে নিত্যপণ্য মজুদ রাখলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button