আবহাওয়াপ্রধান খবর

সারাদেশেই তাপপ্রবাহ অব্যাহত থাকবে

দেশের ৬৪টি জেলার ওপর দিয়েই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ (৩৬ ডিগ্রি থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত) বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং বাতাসে জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

আজ বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান তাপপ্রবাহ পরিস্থিতি আগামীকালও অব্যাহত থাকতে পারে। তবে পরশু দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

এই বিভাগের অন্য খবর

Back to top button