প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় বিভিন্ন গাড়ী থেকে হাইড্রোলিক হর্ন খুলে নিল পুলিশ

বগুড়ায় অবৈধ হাইড্রোলিক হর্ন, ফিটনেসবিহীন গাড়ি ব্যবহারকারীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। 

অভিযানে ফিটনেসবিহিন যানবাহনের বিরুদ্ধে মামলা দায়েরসহ অবৈধ হাইড্রোলিক হর্ন খুলে নেয়া হয়, একই সাথে চালকদের সতর্ক করা হয়েছে। 

শনিবার সকাল ৯টা থেকে শহরের বনানী বাস স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার( ট্রাফিক) সুমন রঞ্জন সরকার। এসময় ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অভিযানে দেখা যায়, অপ্রাপ্ত বয়স্কেরা গাড়ী চালাচ্ছেন। আবার গাড়ীর চালকের সহকারী চালকের আসনে বসে গাড়ী রীতিমত দ্রুত গতিতে ছুটছে। বেশিরভাগ যানবাহনে ব্যবহার করছে অবৈধ হাইড্রোলিক হর্ন। এসবের বিরুদ্ধেই দ্রুত পদক্ষেপ নেয় ট্রাফিক পুলিশ। সকাল থেকে দুপুর পর্যন্ত  ৮০টি মামলা দায়ের করা হয়। এখনও অভিযান চলমান রয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক) সুমন রঞ্জন সরকার বলেন, অবৈধ হাইড্রোলিক হর্ন, ফিটনেসবিহীন গাড়ি ব্যবহারকারীর বিরুদ্ধে অভিযানে ১৪ টি গাড়ীর হাইড্রোলিক হর্ন অপসারণ করা হয়েছে। এছাড়া ফিটনেসবিহীন গাড়ীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button