বগুড়ায় শয়ন কক্ষ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বগুড়ার আদমদীঘিতে দড়ি দিয়ে আহম্মদ আলী প্রামানিক (৯০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত আহম্মদ উপজেলার কুন্দগ্রামের চকপাড়ার কফু প্রামানিকের ছেলে।
শনিবার (১৮ মে) দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন।
জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে আহম্মদ আলী ও তার স্ত্রী শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোরে তার স্ত্রী ঘুম থেকে উঠে স্বামী আহম্মদ আলীকে জানালার গ্রিলের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুঁলতে দেখেন। তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরের দিন শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, গলায় ফাঁস দেওয়া অবস্থায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনাটি রহস্যজনক মনে হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য ইউডি মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।