খেলাধুলাফুটবল

ইতিহাস গড়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

ইতিহাস গড়ে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি। রবিবার (২০ মে) শেষ রাউন্ডে ওয়েস্ট হাম ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে টানা চতুর্থবার লিগ শিরোপা জয়ের অনন্য কীর্তি গড়লো পেপ গার্দিওলার দল। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সিটির শিরোপা নিশ্চিত করার ম্যাচে ফিল ফোডেন জোড়া গোল করে বড়ো অবদান রাখেন। 

রেফারির শেষ বাঁশি পর্যন্ত আটকে রাখা গেলো না দর্শকদের। ৯০ মিনিট পার হতেই এক দল গ্যালারি ছেড়ে নেমে এলেন মাঠের কিনারে। কিছুক্ষণের জন্য থামানো হল খেলা। নিরাপত্তাকর্মীরা তৈরি করলেন খেলোয়াড়দের নিরাপদে বেরিয়ে যাওয়ার পথ। খেলা শেষের বাঁশি বাজতেই সেই পথ ধরে টানেলের দিকে ছুটলেন আর্লিং হলান্ড, কেভিন ডি ব্রুইনেরা। 

এ যে যেনতেন কোনো মুহূর্ত নয়! ওয়েস্ট হামকে ৩–১ গোলে হারিয়ে ম্যানসিটির ২০২৩–২৪ প্রিমিয়ার লিগ ট্রফি জয়ের মুহূর্ত। তাও শুধু এবারই নয়, এ নিয়ে টানা চতুর্থবার। যা, ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগে কোনো দলের টানা চার মৌসুমে ট্রফি জয়ের প্রথম কীর্তি।

দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে থেকে লিগের শেষ রাউন্ডের ম্যাচে নেমেছিলো সিটি। শিরোপা জিততে তাদেরকে জিততেই হবে। ড্র বা হারলে তাকিয়ে থাকতে হবে আর্সেনাল–এভারটন ম্যাচের দিকে। তবে ম্যাচের প্রথম ২০ মিনিটের মধ্যেই সিটি সমর্থকদের আর্সেনাল ম্যাচের কথা ভুলিয়ে দেন ফিল ফোডেন। ম্যাচের ৭৯ সেকেন্ডে প্রথম আর ১৮ মিনিটে দ্বিতীয় গোল করে গ্যালারিতে শিরোপা–উৎসবের ঢেউ তুলে দেন এই ইংলিশ ফরোয়ার্ড।

ম্যাচের ৪২ মিনিটে ওয়েস্ট হাম ব্যবধান ২–১–এ নামিয়ে আনে মোহাম্মদ কুদুসের চমৎকার এক ওভারহেড কিকে। তবে আর্সেনাল তখন এক গোলে পিছিয়ে থাকায় দুশ্চিন্তা ভর করেনি ইতিহাদে। পেপ গার্দিওলার দল সমর্থকদের চাপ পুরোপুরি সরিয়ে দেয় ৫৯ মিনিটে। বের্নার্দো সিলভার সহায়তায় সিটির স্কোরলাইন ৩–১ করে ফেলেন রদ্রি। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই টানা চতুর্থ লিগ শিরোপা জয়ের বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতে সিটিজেনরা। ৩৮ ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে শেষ হলো তাদের পথচলা। 

সিটির ইতিহাস গড়ার মধ্য দিয়ে নতুন কীর্তিতে নাম লিখিয়েছেন বোচ গার্দিওলাও। প্রিমিয়ার লিগে স্যার অ্যালেক্স ফার্গুসনের রেকর্ড ১৩ শিরোপা জয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ ছটি ট্রফি এখন তারই।

এই বিভাগের অন্য খবর

Back to top button