খেলাধুলা

ক্যারম এককে আরাফাত, দ্বৈতে আরিফ-জুবায়ের জুটি সেরা

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২৪

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে চলছে ‘ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২৪।’

আজ বুধবার (২২ মে, ২০২৪) বিএসপিএ’র নিজস্ব কার্যালয়ে এই কার্নিভালের ক্যারম একক ও দ্বৈত ইভেন্ট শেষ হয়।

ক্যারামের এককে চ্যাম্পিয়ন হয়েছেন দৈনিক প্রভাতের আরাফাত দাড়িয়া। রানার্স-আপ হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের মো. জহিরুল ইসলাম এবং তৃতীয় হয়েছেন উত্তরণের আরিফ সোহেল।

ক্যারামের দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন আরিফ সোহেল ও মো. জুবায়ের (রুবেল) জুটি। রানার্স-আপ হয়েছেন আরাফাত দাড়িয়া-আবু হোরায়রা তামিম এবং তৃতীয় হয়েছেন এসবি চৌধুরী শিশির-মো. মজিবুর রহমান জুটি।

আগামীকাল বৃহস্পতিবার (২৩ মে, ২০২৪) বিএসপিএ কার্যালয়ে টুয়েন্টি নাইন ইভেন্টের চূড়ান্ত পর্বের খেলা রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button