জাতীয়

হাসপাতালে ভর্তি আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২২ মে) শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।

এখন তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, ইউরিনাল ইনফেকশন ও জ্বরের কারণে আইনমন্ত্রী আনিসুল হক বুধবার মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং এখনো সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি অনেকটা সুস্থ রয়েছেন।

সম্পূর্ণ সুস্থতায় তিনি সবার দোয়া কামনা করেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button