আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার আদমদীঘির সান্তাহারে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত সাকিব হোসেন (২৬) নওগাঁ সদর উপজেলার নিউ সাহাপুর এলাকার সামসুল হকের ছেলে।

শনিবার রাত সাড়ে ১১ টায় সান্তাহার-নওগাঁ সড়কে ফেমাস ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার রাতে সান্তাহার রেলগেট থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন সাকিব হোসেন। পথেমধ্যে সান্তাহার-নওগাঁ সড়কে ফেমাস ক্লিনিকের সামনে অটোচার্জার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে থাক্কা লেগে ঘটনাস্থলে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এই বিভাগের অন্য খবর

Back to top button