ঘূর্ণিঝড় রেমালের আঘাতে সারা দেশে ২১ জনের প্রাণহানি
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলীয় এলাকাসহ সারা দেশে অন্তত ২১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৮ মে) সকাল পর্যন্ত ঢাকাসহ ১০ জেলায় এ প্রাণহানির ঘটনা ঘটেছে।
রেমালের তাণ্ডবে যে জেলায় যতজনের প্রাণহানি ঘটেছে— পটুয়াখালীতে ৩, চট্টগ্রামে ২, ঢাকায় ৪, ভোলায় ৩, বরিশালে ৩, খুলনা, সাতক্ষীরা, লালমনিরহাট, বরগুনা, কুষ্টিয়া ও কুমিল্লায় একজন করে মোট ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রিমাল উপকূলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। গত রোববার বিকেলে ঝড়টির তাণ্ডব শুরু হয়, আর রাতে উপকূলে আঘাত হানা শুরু করে। এরপর গতিপথে রিমাল ঘরবাড়ি-গাছপালা উপড়ে ফেলে। ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। ফলে অনেক এলাকায় বেড়িবাঁধ ভেঙে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় তিন কোটি মানুষ। ইন্টারনেট সংযোগের বাইরে কয়েক লাখ মানুষ। রিমালের তাণ্ডবে মোট ১৯টি জেলার ১০৭ উপজেলার এবং ৯১৪ ইউনিয়ন ও পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে।