প্রধান খবরশিবগঞ্জ উপজেলা

বগুড়ায় সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

বগুড়ার শিবগঞ্জের সোনালী ব্যাংকে নৈশ প্রহরী ও আনসার সদস্যদের হাত-পা বেঁধে ডাকাতির চেষ্টা করেছে একদল মুখোশধারী।

সোমবার দিবাগত রাতে উপজেলা বন্দরে অবস্থিত সোনালি ব্যাংক শিবগঞ্জ শাখা অফিসে এ ঘটনা ঘটে।

ব্যাংক কর্মকর্তাদের দাবি, আনসার সদস্য ও নৈশ প্রহরীর হাত-পা, বেঁধে মোবাইল ও টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তবে ব্যাংকে গচ্ছিত টাকা লুট হয়নি।

মঙ্গলবার সন্ধ্যায় শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেন।

সোনালী ব্যাংক শিবগঞ্জ শাখার ব্যবস্থাপক শাহাদত হোসেন সিরাজী জানান, সোমবার রাতে ঝড়বৃষ্টির মধ্যে এলাকায় বিদ্যুৎ না থাকায় ৮ থেকে ১০ জনের মুখোশধারী দল প্রথমে ব্যাংকের নৈশ প্রহরী আব্দুর রহমানের (৬০) হাত,পা, মুখ বেঁধে পাশের একটি অফিস চত্বরে বেঁধে রাখে। পরে ডাকাতদল সোনালী ব্যাংকের প্রধান ২ টি দরজার তালা ভেঙ্গে দ্বিতীয় তলায় প্রবেশ করে।

ব্যাংকের দায়িত্বে থাকা আনসার সদস্য নয়ন হোসেন (৩০) ও ফরহাদ হোসেনের (২৫) হাত,পা ও মুখ বেঁধে ব্যাংকের স্ট্রং রুমের হুইল ভেঙ্গে ভোল্ট রুমে ঢোকার চেষ্টা করে।কিন্তু তারা ভোল্ট রুমে ঢুকতে না পেরে তারা দুই আনসার সদস্যের কাছে থেকে মোবাইল ও আড়াই হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, একটি সংঘবদ্ধ দল ব্যাংকে ডাকাতি চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করতে ব্যাংক কর্মকর্তারা এসেছেন। মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button