প্রধান খবরশাজাহানপুর উপজেলা
বগুড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ার শাজাহানপুরে পুকুরে ডুবে নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু আজমাইন (৯) শাজাহানপুর উপজেলার মানিকদিপা পূর্বপাড়া গ্রামের আব্দুল মমিনের ছেলে।
বুধবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, দুপুর ১২টার দিকে আজমাইন মানিকদিপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে যায়। দুপুরে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করে। বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়টির পাশের পুকুরে আজমাইনের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, একটি শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। আমাদের একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।