ফের বন্যায় ডুবছে সিলেট
ভারত থেকে নেমে আসা উজানের ঢলে সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত কয়েক লাখ মানুষ।
বুধবার (২৯ মে) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (৩০ মে) ভোররাত পর্যন্ত আকস্মিক পানি প্রবেশ করে।
সরেজমিনে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট এলাকায় দেখা যায় হু হু করে বাড়ছে পানি। আকস্মিকভাবে পানি বৃদ্ধির কারণে এসকল এলাকার মানুষজন চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। কেউ কেউ আবার গবাদিপশু নিয়ে বিপদে পড়েছেন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন দেশের এক সংবাদমাধ্যমকে বলেন, ইতোমধ্যে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসকল আশ্রয়কেন্দ্রে মানুষজন আসতে শুরু করেছেন। এ ছাড়া আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি নিয়েছে। সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি করতে নির্দেশনা দেওয়া হয়েছে।