প্রধান খবরশিবগঞ্জ উপজেলা
বগুড়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
বগুড়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক দুমড়ে-মুচড়ে চালক নিহত হয়েছেন।
নিহত চালক শিবগঞ্জ উপজেলার সাদুল্লাহ্পুর বটতলা এলাকার আলিম উদ্দিনের ছেলে মো. মজনু মিয়া (৩৫)।
৩১ মে রাত সোয়া ৮ টার দিকে জেলার শিবগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের চৌকিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোকামতলা পুলিশ জানান, একটি ট্রাক দ্রুতগতিতে এসে ইজিবাইকটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে করে ঘটনাস্থলেই নিহত হয় ইজিবাইক চালক মজনু। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ট্রাককে আটক করা সম্ভব হয়নি।