ক্রিকেটখেলাধুলা

ভারতের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে রোববার (২ জুন), তার আগে আজ শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। নাসাউ স্টেডিয়ামের এ ম্যাচে টস হেরে বোলিং পেয়েছে নাজমুল হোসেন শান্ত বাহিনী।

টসে জিতে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ম্যাচ রেফারি জেফ ক্রো বলেন, প্রথমে ব্যাট করার বিশেষ কোনো কারণ নেই। আজকের খেলায় বিরাট কোহিলিকে বিশ্রামে রাখা হয়েছে। বাকিরা খেলায় আছেন।

টসে হেরে বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত বলেন, পিচ কন্ডিশন ভালো মনে হচ্ছে, আমরাও খুব ভালো প্রস্তুতি নিয়েছি। তাসকিন ও মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে রাখা হয়েছে। স্কোয়াডের অন্য সদস্যরা সবাই খেলছেন।

বাংলাদেশ- তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, জাকের আলী, তানভীর ইসলাম, মাহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, শিবম দুবে, ঋষভ পান্ত, হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং, মোহাম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

খেলা দেখবেন যেভাবে

এশিয়ার দুই প্রতিবেশীর প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে। স্টার স্পোর্টস ভারতে আইসিসির ইভেন্ট সম্প্রচার স্বত্ব পাওয়ায় বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচটিও দেখা যাবে এ চ্যানেলে। পাশাপাশি আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টার তো রয়েছেই।

এই বিভাগের অন্য খবর

Back to top button