খেলাধুলাফুটবল

ডর্টমুন্ডকে কাঁদিয়ে ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জিতল রিয়াল মাদ্রিদ

লন্ডনের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদই চ্যাম্পিয়ন। ওয়েম্বলিতে দানি কারভাহাল ও ভিনিসিয়াস জুনিয়রের গোলে এসেছে জয়। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে ফাইনাল জয়ের মাধ্যমে ১৫তম চ্যাম্পিয়নস লিগ শিরোপাও চলে এসেছে।

প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ গোলের মুখ দেখেনি। জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড কাউন্টার অ্যাটাকে পাগল করে ফেলে। গোল পেয়েই গিয়েছিল প্রায়। বার বাধা হয়ে দাঁড়ায়। থিবো কুর্তোয়কে আদেমি বিটও করে ফেলেছিলেন। কিন্তু দেরি করে ফেলেন। প্রথমার্ধ গোলশূন্য ছিল।

ম্যাচের ৭৪ মিনিটে দানি কারভাহাল হেড থেকে গোল করেন। বরুশিয়া ডর্টমুন্ড যেন মিইয়ে যায় এ গোলের পর। ৮৩ মিনিটে ভিনিসিয়াস গোল করে জয় নিশ্চিত করেন রিয়াল মাদ্রিদের। অবিশ্বাস্য এক মৌসুম কাটাল রিয়াল। লা লিগা জয়ের পর তারা চ্যাম্পিয়নস লিগও জিতেছে।

ফাইনাল জয়ের জন্য গোলকিপার থিবো কুর্তোয়াকে ধন্যবাদ জানাতেই পারে রিয়াল সমর্থকরা। চমৎকার সব সেভ করেছেন তিনি। তার কৃতিত্বে রিয়াল এ ম্যাচে গোল হজম করেনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button