ওয়েম্বলিতে শনিবার রাতে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জ্বলে উঠলেন ভিনিসিউস জুনিয়র। ৮২ মিনিটের সময় তাঁর করা গোল নির্ধারণ করে দেয় ফাইনালের ভাগ্য। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ২-০ গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে জিতেছে ১৫তম লিগ শিরোপা।
দুই বছর আগে ২০২২ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও গোল করেছিলেন ভিনি। আর এই দুই ফাইনালে গোল করে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লিওনেল মেসির কীর্তিতে ভাগ বসিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।
শনিবার রাতে ম্যাচটি খেলার সময় ভিনির বয়স ২৩ বছর। ২৪ বছর হওয়ার আগে দুই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোলের কীর্তি আগে ছিল শুধুই মেসির। এবার ভিনিসিয়ুস ভাগ বসালেন মেসির সেই রেকর্ডে।
রিয়ালের হয়ে ২০২৩-২৪ মৌসুম দারুণ করলেন ভিনিসিউস। সব মিলিয়ে ৩৯ ম্যাচে ২৪ গোলের পাশাপাশি আছে ১১ অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগে ৬ গোল করে দলের সর্বোচ্চ গোলদাতাও তিনি। দলের হয়ে জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা।