দেড় লাখ ভোটের ব্যবধানে জিতলেন নরেন্দ্র মোদি
ভারতের উত্তর প্রদেশের বারানসি থেকে লোকসভা নির্বাচনে দেড় লাখ ভোটের ব্যবধানে জিতেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ছয় লাখ ৯২ হাজার ১৭০টি ভোট পেয়েছেন মোদি। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ছয় লাখ ৯২ হাজার ১৭০টি ভোট পেয়েছেন মোদি। ওই আসনে তার বিপরীতে লড়েছেন কংগ্রেসের প্রবীণ নেতা অজয় রাই। মোদি তাকে এক লাখ ৫২ হাজার ৫১৩টি ভোটে পরাজিত করেছেন। রাই পেয়েছেন চার লাখ ৬০ হাজার ৪৫৭টি ভোট।
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি তার প্রতিদ্বন্দ্বী তথা সমাজবাদী পার্টির শালিনী ইয়াদভকে হারিয়েছিলেন সাড়ে ছয় লাখেরও বেশি ভোটে।
এদিকে প্রভাবশালী বিজেপি নেতা ও মোদি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের গান্ধীনগর থেকে টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হতে চলেছেন। ফলাফলে দেখা যাচ্ছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সোনাল প্যাটেলের চেয়ে সাত লাখেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন অমিত।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই আসন থেকে প্রায় পাঁচ লাখ ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
এবার সেই ব্যবধান দ্বিগুণ করাই বিজেপির লক্ষ। ১৯৮৪ সাল থেকে এই আসনে টানা জয় পেয়ে আসছে দলটি।