বিপুল ভোটে জয়ী হলেন দেব, রচনা, শতাব্দী
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে ভোটগণনা শুরু হয়েছিল মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টা থেকে। গণনার শুরুতে পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের ঝড় বইতে থাকে।
ঘাটালে শেষ হাসি হাসলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেব। তিনি হারিয়েছেন বিজেপি প্রার্থী অভিনেতা হীরণ চ্যাটার্জিকে। এ নিয়ে টানা তৃতীয়বার সংসদ সদস্য হলেন দেব।
অনুব্রত মণ্ডলবিহীন লালমাটির দেশ বীরভূমে জয় পেয়েছেন শতাব্দী রায়। চতুর্থবারের মতো সংসদ সদস্য হয়েছেন এ অভিনেত্রী।
চলতি বছর তৃণমূল কংগ্রেস যখন প্রার্থী তালিকা ঘোষণা করেছিল তখন সেই তালিকার অন্যতম চমক ছিলেন রচনা ব্যানার্জি। রাজনীতির ময়দানে নতুন হলেও প্রচারে কোনো কমতি রাখেননি। অবশেষে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন রচনা। বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে হারালেন। হুগলি কেন্দ্রে ৬৪ হাজার ৯৭২ ভোটে জয়ী হলেন রচনা।
ইউসুফ পাঠান এদিন অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করেন। যাদবপুরে শেষ হাসি হেসেছেন সায়নী ঘোষও। অন্যদিকে মেদিনীপুরেও অগ্নিমিত্রা পালকে হারিয়ে বিজয়ী হয়েছেন জুন মালিয়া।