বগুড়ায় এনজিও পরিচালকসহ গ্রেপ্তার ৪
বগুড়ার গাবতলীতে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে এক এনজিওর পরিচালকসহ চার কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাবতলী উপজেলার স্থানীয় এনজিও সমাজ উন্নয়ন কর্ম (সার্ক) এর পরিচালক আশরাফুল ইসলাম, উপপরিচালক ছামছুল আলম, ব্যবস্থাপক আইয়ুব আলী লিটন এবং হিসাব রক্ষক রাসেল মিয়া।
গাবতলি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সমাজ উন্নয়ন কর্ম নামের এনজিওটির পরিচালকসহ অন্য কর্মকর্তারা সদস্য সংগ্রহ করে তাঁদেরকে অধিক মুনাফা দেয়ার প্রলোভন দিয়ে তাঁদের টাকা এনজিওতে জমা করতে থাকেন। এভাবে তাঁরা শতাধিক গ্রাহকের কাছ থেকে দুই কোটির বেশি টাকা সংগ্রহ করেন। এরপর গ্রাহকদের লভ্যাংশ দেওয়া বন্ধ করে দেয়। গ্রাহকেরা তাঁদের মূলধনের টাকা ফেরত চাইলে বিভিন্নভাবে টালবাহানা শুরু করে। একপর্যায়ে তারা এনজিওর অফিসে তালা দিয়ে আত্মগোপন করেন।
প্রতারিত গ্রাহকদের মধ্যে সোলার তাইর গ্রামের আসাদুল ইসলাম সোমবার গাবতলী থানায় মামলা করেন।