বিশ্বকাপের শুরুর অভিযানে শ্রীলঙ্কাকে ১২৪ রানে বেঁধে ফেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় পেতে বাংলাদেশের টার্গেট ১২৫ রান।
পাওয়ার প্লেতে বয়ে গেল বাউন্ডারির বন্যা। তাসকিন আহমেদ অবশ্য এনে দিয়েছিলেন প্রথম উইকেট।
এরপর পাওয়ার প্লে শেষ হতেই ঘুরে দাঁড়ানোর শুরু বাংলাদেশের। রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমানদের বোলিংয়ের তোপে অল্প রানেই শ্রীলঙ্কাকে আটকে রাখতে পেরেছে বাংলাদেশ।
শনিবার ডালাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করেছে শ্রীলঙ্কা।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মাহিশ থিকসানা, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা।